Sunday, May 26, 2019

বাজার

অদৃশ্য এক দেওয়াল উঠল মনের কোনে
ভরসা হীনতার রোজকার এই দিনযাপনে।
বিশ্বাস এই শব্দ শুধুই অভিধানে
যায় কি পাওয়া ফ্লিপকার্ট বা অ্যামাজোনে?

শপিং মলের ঠান্ডা হাওয়ায় বিকিকিনি
পাড়ার মোড়ে মারছে মাছি ওই দোকানি।
চোখের সামনে আসছে বোঝাই পন্য অপার
বিগ বাস্কেট, গ্রফার দিচ্ছে মস্ত অফার।

মানুষ এখন হচ্ছে চতুর দিনে দিনে
পাল্লাদিয়ে চোখ এঁটেছে স্মার্ট ফোনে।
যদি ফস্কায় কোন অফার হদ্দ বোকা
বদলে যাওয়ার সময় ঘড়ির ঘুরছে চাকা।

এই কিছুদিনে আগেও তুমি বন্ধু ছিলে
সব্জীওলা, মাছের বাজার নিত চিনে।
গ্যাসের বুকিং, হরিন ঘাটার দুধের ভিড়ে
ছিল বিনিময় কুশল সবার থাকতো ঘিরে।

ছিড়ছে সুতো সম্পর্কের একলা ঘুড়ি
চার দেওয়ালের মধ্যে আমরা ডুকরে মরি।
কেউ চেনে না কেউ জানে না এই সত্বা
ভোগবাদের এই দুনিয়াদারীর সারবত্তা।


~ সৌমিক মুখোপাধ্যায়
~ ২৬ মে, ২০১৯

No comments:

Post a Comment

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...