Sunday, May 26, 2019

.........., জিতবো রে

হাজার ওয়াট আলোর নিচে
লক্ষ মানূষ করছে ভিড়
একটু দুরেই নিকশ কালোয়
ক্ষিদে চাপছে আমার বীর

রাসেল আজকে ম্যান অফ দা ম্যাচ
খেলা মোটে দুই কুড়ির
কুড়ি দিন তো পার করেছি
আসছে দিনের প্রস্তুতির।

লাইন দিয়ে টিকিট হাতে
মাথায় বেধে ফেট্টিটা
আমাদের প্রতিবাদের ভাষার
শোনাও না সেই ছন্দটা

ছোট্ট খোকা যাচ্ছে ইডেন
করতে বরণ ক্রিকেট বীর
না খাওয়া ওই মুখ গুলো সব
পাংশু মুখে লক্ষে স্থির।

হাজার ডেসিবেলের শব্দে
কাঁপছে আকাশ হাসছে মাঠ
নিঃশব্দে খিদে চেপে
প্রতিবাদীর চোয়াল কাঠ।

ঠিক জানা নেই কিসের জন্য
থমকে চাকরি মাঝপথে
রোদ, জল ঝড় মাথায় নিয়ে
রয়েছে পরে রাজপথে।

যতবার ভেসে আসছে হাওয়ায়
কোরবো লড়বো জিতবো রে
চোয়াল গুলো হচ্ছে কঠিন
মেয়ো রোডের ঠিক মোড়ে

রাজনীতি নয় সহানুভূতি
আর্জি হতে মানবিক
ওদের দাবী মানতে রাজি
বাধ্য হবেই যে দাম্ভিক।

অনুরোধ আজ সবার কাছে
মিটবে বাঁধা কাটিয়ে টেট
ফুটবে হাসি সবার মুখে
চাকরি প্রার্থী ভরবে পেট।

~ সৌমিক মুখোপাধ্যায়
~ ২৪ শে মার্চ ২০১৯

No comments:

Post a Comment

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...