Sunday, May 26, 2019

উন্নাসিক

বলো কি চাই তোমার আজ
নেই চাইতে কোন লাজ
মন্ডা মিঠাই কোপ্তা পোলাও
নাই বা হল আজ
ভোট মিটলেই থালা ভরে
দেব তোমায় কাজ।

চাই শান্তি চাই চাকরি
চাই শিক্ষা চাই দীক্ষা
চাই শাসন নয় ভাষণ
চাই ভরসা পেলে আসন।

স্লগ ওভারে মাইক হাতে
আমরা এখন কল্পতরু
উঠছে গাছে গল্পের গরু
শেষের থেকে হচ্ছে শুরু
নটে গাছ তো মুড়োচ্ছে না।

চার বছরের ব্যবধানে
আবার আমরা ভোট দানে
অবাধ্যতায় অপমানে
লেপবো কালি আঙুলে।

আজ আমরা সবাই রাজা
ভাবছি সবাই কি আপন
কিন্তু আবার ভোট মিটলেই
যে যায় লঙ্কায় সেই রাবণ।

এবার একটু অন্যরকম
যেন সবই আনকমন
তুমি বন্ধু কোন মেরুতে
কোন ধর্মের সাতকাহন।

বাজার ওলা, সব্জিওলা
কিংবা চেনা রাজমিস্ত্রি টা
প্রান্তিক সেই মানুষ গুলো
কোন মেরুতে বল সেটা।

কি লাভ ভেবে এই ছাইপাঁশ
তার চেয়ে চল কাটিয়ে পাশ
ধান্দাবাজির কারবারে আজ
জমিয়ে মজা না থাক কাজ।

হতভাগার কপাল মোদের
খেলেছে নিয়ে রাজনীতিক
ইতিহাসে কি থাকবে লেখা
আমরা ছিলাম উন্নাসিক।

~ সৌমিক মুখোপাধ্যায়
~ ১১ মে, ২০১৯


No comments:

Post a Comment

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...