Sunday, May 26, 2019

প্রতীক্ষা

তাবড় তাবড় রাজনৈতিক দল
আর জাঁদরেল নেতা,
উড়েছে ঘুম, কেটেছে বোল,
ছুটেছে তাদের কেতা।

ভোটের পরের এই কটা দিন
জন গনেশই রাজা,
কাটছে না দিন, বিনিদ্র রাত
নেতার এটাই সাজা।

গনতন্ত্রের কি মাহাত্ম্য,
বুঝছে রাজা আর আমাত্য
আজ প্রজারা সদাই হাস্য
প্রহর গুনছে রাজা।

ক্ষমতা দখল করবে যারা
জন গনেশের রায়ে,
গুছিয়ে নেবে আখের তাদের
রেখে গনেশ কে বাঁয়ে।

আমরা প্রজা, হদ্দ বোকা
ভোট দিতে যাই নেচে,
নেতা যেই হোন মুচকি হাসেন
দিব্বি থাকেন বেঁচে।

মরে গরিব গুরবো গুলো
উলুখাগড়া র দল,
ভোট মিটলেই রাজায় রাজায়
চল জলকে চল।

ছোট্ট ঘেরা একফালি ঘরে,
কোথায় যে কে বোতাম টিপে,
গন তন্ত্রের মহোৎসবে
প্রজা নিয়েছেন মেপে।

যিনিই বসুন মসনদেতে
জন মানসের ভোটে,
মিনতি মোদের করজোড়ে তে
সবার যেন ভাত জোটে।

হানাহানি নয়, শান্তি আসুক,
বেকার রা পাক কাজ
কৃষি বাঁচুক, শিল্প আসুক
আসুক ভরসা আজ।


~ সৌমিক মুখোপাধ্যায়
~ ২০ মে, ২০১৯

No comments:

Post a Comment

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...