Tuesday, February 26, 2019

আজ তোমার সাথে আড়ি

মেহেদী হাসান, গুলাম আলি
আজ তুমি সন্ত্রাসী
কাল তোমার সাথে ভাব
আজ আমি বড্ড আগ্রাসী।

তোমার সেই স্বপ্নের স্পেল
মন্ত্রমুগ্ধ পরাক্রম
তোমার বোলিং দেখব না আর
ওয়াসিম আক্রম।

কাল তুমি ছিলে শান্তি মিছিল
উগ্র দেশপ্রেমে
আজ মাতলে উল্লাসে
রাজপথে নেমে।

মোমবাতিটার নেই তো দেশ
কাল সীমানার গন্ডী
কাল জ্বলেছে সীমান্তে
আর আজ উগ্রচণ্ডী।

কত সন্ত্রাসী মরলো যে আজ
যুদ্ধ বিমান হানায়
মিরাজ কি সে চিনতে পারে
না কি তাকে কেউ চেনায়।

মধ্যবিত্ত আমরা বাঁচি
দিন গুজরান মায়ায়
মানুষ যারা মরল যে আজ
যুদ্ধ যুদ্ধ খেলায়।

তুমি মারবে পঞ্চাশ
আর আমি মারবো দুশোয়
রাজনীতিবিদ ঠাঁই পেয়ে যাবে
মোমের মাদাম তুসোয়।

নিলাম বদলা এক পশলা
হঠাৎ শিলা বৃস্টি
এপারে আজ কালবৈশাখী
ওপারে গোলাবৃস্টি।

দোহাই তোমায় দিব্যি বলছি
করিনা রাজনীতি
হঠাত রাতে ঘুম ভেঙে যায়
গণহত্যায় ভীতি।

~ সৌমিক মুখোপাধ্যায়
~ ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Thursday, February 14, 2019

ভালোবাসার দিনে

যাচ্ছে হয়ে হন্তদন্ত সদ্য শাড়ী
সাথে হলুদ পাঞ্জাবী হালকা দাড়ি
থাকুক ভাল, রাখুক ভাল এই আকালে
ভালবাসার উদযাপনের এই সকালে।

ক্লাস নাইনের মিষ্টি নিতাও ভালোবাসে
কিডনি রোগে রুগ্ন বাবার সত্তাটাকে
তার কাছেও উদযাপন এই ভ্যালেন্টাইন
ডায়ালিসিস শেষে বাবার নেইকো টাইম।

আর হায়দার বস্তির ওই ঘুপচি ঘরে
ছোট্ট মিনার একফালি হাত আঁকড়ে ধরে।
কেউ নেই ওর এই দুনিয়ায় মিনা ছাড়া
ভ্যালেন্টাইন বুড়োর চোখে জলের ধারা।

লিখুক ছাপুক আর্চিও তার গ্রিটিংস কার্ডে
মানুষ কেমন এই আকালেও স্বপ্ন দেখে।

~ সৌমিক মুখোপাধ্যায়
~ ফেব্রুয়ারি ১৪, ২০১৯

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...