Tuesday, June 4, 2019

পাঁচ'ই জুন

পাড়ায় ছিল ছোট্ট পুকুর
তাতে হাঁটু জল,
দুপুর বেলায় খাবার পরে
বাসন মাজার ঢল।

পুকুর পাড়ের মাছরাঙারা
পানকৌড়ির দলে,
মাছের লোভে ঘাপটি মেরে
থাকত বসে ডালে।

আর ছিল সেই গাছটা সতেজ
সবুজ কচি পাতা,
গাছের কোলে বাঁধতো বাসা
চন্দনা আর তোতা।

কাঠবিড়ালি, চড়াইপাখি
প্রজাপতির ঝাঁকে,
প্রত্যেকদিনই মরছে ওরা
সভ্যতার এই বাঁকে।

থাকবে কোথায় বুলবুলি
এই অট্টালিকার ভিড়ে,
ঘুম ছুটেছে ময়না, টিয়ার
মৃত্যু রয়েছে ঘিরে।

কাঠঠোকরার ঠক ঠক
আর রাতে ব্যাঙের ডাক,
এই সব ডাকই পেনড্রাইভের
মেমরি জুড়ে থাক।

রেডিয়েশনের তীব্র ঝাঁজে
ডাবের গায়ে দাগ,
দাগ কাটছে বুকের ভেতর
জমে উঠছে রাগ।

বছর বছর আসে ঘুরে
আবার পাঁচই জুন,
পরিবেশ তো খাচ্ছে কুড়ে
উন্নয়নের ঘুণ।


~ সৌমিক মুখোপাধ্যায়
~ জুন ৪, ২০১৯

1 comment:

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...