Tuesday, June 4, 2019

ধান্দাবাজ

অশালীন হলে তুমি
আমি তবু সাধু,
আমি তো জয়ীর দলে
তুমি হেরো শুধু।

ফুরিয়েছে প্রয়োজন
মিছরি মুড়ির এক দর,
সম্মান কি আশা করে নি
বাবলু সাঁতরার পরিবার।

বন্ধু ছিলে সুখের দিনে
ছাড়লে সঙ্গ আজ
অসময়ে তুমি ভীষন রকম
হলে ধান্দাবাজ।

বিষ ঢুকেছে মনের ঘরে
রাম রহিমের ছুতো
জাতের নামে বজ্জাতি আজ
রাজনীতিকের গুঁতো।

রামের নামে জয়ধ্বনি
বাড়ছে টিআরপি,
রাম রাজত্বের স্বপ্ন দেখাও
শাবাশ বিজেপি।

বড় অস্থির এই অসময়ে
মগজে দাও শান
জাত ধর্মের কুটকচালে
না যায় কোন প্রান।

~ সৌমিক মুখোপাধ্যায়
~ ৩০ মে, ২০১৯

No comments:

Post a Comment

দুঃসময়

সত্যি কি আমাদের কিছু আসে যায়? সন্ত্রাসে মরে সেনা মন্ত্রীরা করে হায় হায়। সত্যি কি আমাদের কিছু আসে যায়? মৃত সেনার ছবি খবরের পাতায় পাতায়। ...